Tuesday, 28 June 2022

ওভারিয়ান সিস্টের কারণ ও করণীয়

 🎀 ওভারিয়ান সিস্টের কারণ ও করণীয়


নারীর ওভারি অথবা ডিম্বাশয়ের সিস্ট সাধারণত যেকোন বয়সের নারীদের হতে পারে।  তবে বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত ৫০ বছরের মধ্যে হয়ে থাকে।
 মূলত ডিম্বাশয়ে পানিপূর্ণ থলেকে ওভারিয়ান সিস্ট বলা হয়।  



🎀 কারণ

➡️ ওজনাধিক্যের কারণে সিস্ট হতে পারে।
➡️ বন্ধ্যত্ব রোগের চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করা হয় তার জন্যও এই সমস্যা হতে পারে।
➡️ হরমোনজনিত কারণে হতে পারে।
➡️ বংশগত কারণে হতে পারে।
➡️ ওভারি ক্যানসার,
➡️ ব্রেস্ট ক্যানসার, 
➡️ খাদ্যনালির ক্যানসার বিশেষ করে বিআরসিএ জিন যাদের থাকে তাদের এ সমস্যা হতে পারে।


🎀 লক্ষণ

ওভারি সিস্ট হলে খাওয়ার অরুচি হয়। 
ওজন বেড়ে যেতে পারে। 
যদি এর কারণে ক্যানসার হয় তখন ওজন কমে যেতে পারে। 
বমি হয়ে থাকে
কোষ্ঠকাঠিন্য হয় এবং 
পেট তাড়াতাড়ি বড় হয়ে যায়। 


🎀প্রকার 

💥ফাংশনাল সিস্ট 
💥পলিসিস্টিক (পিসিওএস) সিস্ট
💥ডারময়েড সিস্ট
💥 সিস্ট এডোনোমা 


🎀 সমস্যা

বন্ধ্যত্ব হতে পারে এবং মাসিক অনিয়মিত হয়।
অনেক সময় তীব্র ব্যথা করে। যেকোনো সময় ওভারি পেঁচিয়ে যেতে পারে। এর  কারণে বিনাইন ক্যানসার হতে পারে।


🎀 চিকিৎসা

 লক্ষণ অনুযায়ী ল্যাকেসিস, নেট্রাম মিউর, এপিসমেল, ম্যাগফস, অরামমেট, ক্যল্ক ফ্লোর ইত্যাদি নামক হোমিও মেডিসিন খেতে হবে। প্রায় ৬-৭মাস খাওয়া লাগতে পারে। 


কিছু কিছু বিনাইন টিউমারে যেগুলোর ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি থাকে না সেগুলোতে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। 


🎗️আর যদি বেশি সমস্যা হয়, ক্যানসারের ঝুঁকি থাকে, প্রচণ্ড ব্যথা হয়, সিস্ট বড় হতে থাকে তখন  সার্জারি করা হয়। এ ছাড়া লেপারেস্কোপি, লেপারেকটমিও করতে হবে আর ক্যানসার হলে ক্যামোথেরাপি বা রেডিও থেরাপি দিতে হবে। 


🎀 জীবনযাপনে পরিবর্তন আনতে হবে

ওজন কম রাখা (পেলসেপটিক ওভারির ক্ষেত্রে)।
এন্ডমেট্রিওটিকের ক্ষেত্রে বিয়ে করা এবং সন্তান নেওয়া।
কিছু কিছু টিউমার আছে যারা নীরব ঘাতক। তাই নিজের উদ্যোগে নিয়মিত চেকআপ করা।



No comments:

Post a Comment

ওভারিয়ান সিস্টের কারণ ও করণীয়

  🎀 ওভারিয়ান সিস্টের কারণ ও করণীয় নারীর ওভারি অথবা ডিম্বাশয়ের সিস্ট সাধারণত যেকোন বয়সের নারীদের হতে পারে।  তবে বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত ৫...